মানিকগঞ্জ প্রতিনিধিঃ পাটুরিয়া-দৌলতদিয়া সকাল থেকে নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক থাকলেও তীব্র স্রোতের কারণে আবারও বন্ধ ঘোষণা করেছে ঘাট কর্তৃপক্ষ। তবে জরুরি রোগীবহনকারী অ্যাম্বুলেন্স ও লাশ বহনকারী গাড়িগুলো সাবধনতার সঙ্গে ছোট ফেরিতে পারাপারের ব্যবস্থা অব্যাহত রয়েছে।
শনিবার দুপুর ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে পদ্মা নদীর উভয় পাড়ে আটকে পড়েছে কয়েক শতাধিক যানবাহন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের এজিএম জিল্লুর রহমান জানান, নদীতে প্রচণ্ড স্রোতের কারণে ফেরিগুলো যানবাহন নিয়ে চলাচল করতে পারছে না। ফলে নৌরুটে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। নদীতে স্রোত না কমা পর্যন্ত ফেরি চলাচল স্বাভাবিক রাখা সম্ভব নয় বলেও জানান তিনি।
আইএনবি/বিভূঁইয়া