ক্রীড়া ডেস্ক: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি আয়ারল্যান্ড নারী দল। সফরকারীদের উড়িয়ে বাংলাদেশ পেয়েছে ১৫৪ রানের বড় জয়। রান বিবেচনায় সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়েছে লাল-সবুজের মেয়েরা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার (২৭ নভেম্বর) প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয় দুই দল। টস জিতে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের মেয়েরা ৪ উইকেটে ২৫২ রান করে। তাড়া করতে নেমে মাত্র ৯৮ রানে অলআউট হয়েছে আয়ারল্যান্ড।
রান বিবেচনায় এর আগে সবচেয়ে বড় জয় ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ১১৯ রানে। এদিন ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ডও গড়ে বাংলাদেশ। ওয়ানডেতে এতদিন সর্বোচ্চ ছিল ৩ উইকেটে ২৫০ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদেরই মাটিতে গত বছরের ডিসেম্বরে এই রান করেছিল নিগার সুলতানা জ্যোতির দল।
বাংলাদেশের ছুঁড়ে দেওয়া লক্ষ্য তাড়ায় নেমে সুলতানা খাতুন-নাহিদা আক্তারদের ঘূর্ণিজাদুতে আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত ছিলেন আইরিশ মেয়েরা। সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন সুলতানা-নাহিদা। ২ উইকেট নেন পেসার মারুফা আক্তার। দুজন ফেরেন রানআউট হয়ে।
আইরিশ মেয়েদের মধ্যে সর্বোচ্চ ২৫ রান করেন সারাহ ফোর্বস। ২২ রান আসে লাউরা ডিলানির ব্যাট থেকে। ১৯ রান করেন অরলা প্রেনডার্জেস্ট। শূন্যতে আউট হন তিন জন ব্যাটার। বাকিদের কেউ দুই অঙ্কের ঘরের মুখ দেখেননি।
এর আগে মাত্র ৪ রানের জন্য আইরিশদের বিপক্ষে সেঞ্চুরির দেখা পাননি উইকেটরক্ষক ব্যাটার শারমিন আক্তার সুপ্তা। সর্বোচ্চ ৯৬ রান আসে তার ব্যাট থেকে। সেঞ্চুরির জন্য যখন ৪ রান বাকি তখন বল বাকি ছিল ৭টি। কিন্তু ৪৯তম ওভারের শেষ বলে সাজঘরে ফেরেন। ফ্রেয়া সারজেন্টের বলে উড়িয়ে মারতে গিয়ে লং অফে ধরা পড়েন এই ব্যাটার। ৮৯ বলে ১৪টি চারের মারে ইনিংসটি সাজান সুপ্তা। এটি তার ক্যারিয়ার সেরা ইনিংস। এর আগে সর্বোচ্চ ছিল ৭৪ রান।
বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন ফারজানা হক-মুর্শিদা খাতুন। দুজনের ওপেনিং জুটি থেকে আসে ৫৯ রান। মুর্শিদা ৩৮ রানে আউট হলে ভাঙে এই জুটি। এরপর শুরু হয় ফারজানা-সুপ্তার জুটি। এই জুটি থেকে আসে ১০৪ রান। বাংলাদেশ পায় বড় রানের ভীত।
৬১ রানে ফারজানার আউটে ভাঙে এই জুটি। তখনো সাবলীল খেলা খেলছিলেন সুপ্তা। জ্যোতির সঙ্গে গড়েন ৬১ রানের জুটি। ২৮ বলে ২৮ রান করেন বাংলাদেশ অধিনয়াক জ্যোতি। সুপ্তা আউট হলে স্বর্ণা আক্তার-সোবহানা মোস্তারি ইনিংস শেষ করে আসেন। স্বর্ণা ১৩ ও সোবহানা ৫ রানে অপরাজিত ছিলেন।
আইরিশদের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন ফ্রেয়া। ১টি করে উইকেট নেন লাউরা ডিলানি ও অ্যামি মাগুইর।
আইএনবি/বিভূঁইয়া