অত্যন্ত ঝুঁকি নিয়ে আমরা পথ অতিক্রম করছি : এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক:: রোববার এক টুইট বার্তায় প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগান বলেন, দিন-রাত অত্যন্ত ঝুঁকি নিয়ে আমরা পথ অতিক্রম করছি। তুর্কি জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন মানুষের খেদমত করে যাব।
আনাদুলু আরবি, টুইটার

তার দল ক্ষমতাসীন একেপার্টির অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের সেবা করার উদ্দেশ্যে দিন-রাত আমরা অত্যন্ত ঝুঁকি নিয়ে পথ চলছি, আল্লাহর সাহায্য এবং তুর্কিদের সমর্থন থাকলে আমরা এই পথে আরও অনেক দূর অগ্রসর হব।

আশাবাদ ব্যক্ত করে এরদোগান বলেন, আল্লাহর সহায় হলে জনগণকে সঙ্গে নিয়ে সেবার পথে আমরা চলতেই থাকব, কারণ, সেবার পথ কল্যাণ এবং বরকতের।

এরদোগান গুরুত্বারোপ করে বলেন, আমরা যে পথে চলছি তা আমাদের উত্তরসূরীদের ভবিষ্যৎ বিনির্মাণে সহায়ক হবে, যে এই পথ থেকে বিচ্যুত হবে- সেই দায়ভার তার। আমরা এই পথ থেকে সরে দাঁড়াব না।

আইএনবি/বিভূঁইয়া