2018-02-13 06:21:27p

বালিয়াকান্দিতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি:রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় মঙ্গলবার সকাল ৯টার দিকে অটোরিকশার ধাক্কায় শামীম শেখ (০৮) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

উপজেলার জামালপুর ইউনিয়নের গুপ্ত লক্ষণদিয়া গ্রামে  শামীম ফরিদপুর জেলার মধুখালী উপজেলার চকরঘটা গ্রামের আসাদ শেখের ছেলে।

শিশুটির এক আত্মীয় জানান, দুইদিন আগে শামীম বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের গুপ্ত লক্ষনদিয়া গ্রামের মামা আজিমুদ্দিন শেখের বাড়িতে বেড়াতে আসে। সকালে সে হেঁটে স্থানীয় নটাপাড়া বাজার থেকে ফেরার সময় মোল্লাবাড়ি এলাকায় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে মধুখালী হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।


আইএনবি:বিভূঁইয়া