2018-02-12 06:04:45p

বাউফলে বিএনপির মানবন্ধন

বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জেল থেকে নি:শর্ত মুক্তি দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে উপজেলা বিএনপি। গতকাল সোমবার সকাল ১১ টায় উপজেলার সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনটি পুলিশের বাধার মুখে পরলে বিএনপি নেতা কর্মীরা বিক্ষোভে ফেটে পরলে দলের সিনিয়র নেতারা পরিস্থিতি সামলে নেন। উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ওলিয়ার রহমান ও পৌর বিএনপির সভাপতি কাউন্সিলর হুমায়ণ কবির, যুবদল সাধারণ সম্পাদক হাজি পলাশ প্রমুখ।

অহিদুজ্জামান ডিউক