2018-02-10 02:37:38p

পটুয়াখালীর দুমকিতে সাবেক ইউপি সদস্য’র ইন্তেকাল

দুমকি প্রতিনিধি :পটুয়াখালীর দুমকি উপজেলার সাবেক ০২ নং লেবুখালী ইউনিয়নের ইউপি সদস্য বর্তমান শ্রীরামপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক আবুল হাসেম হাওলাদার ১শ ৭ বছর বয়সে বার্ধক্যজনিত কারনে শুক্রবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না......রাজেউন)। ৩ ছেলে ও ৪ মেয়ে রেখে যান তিনি । আজ শনিবার সকাল ১১.৩০ মিনিটে জনতা কলেজ মাঠে জানাযা শেষে মরহুমের লাশ দক্ষিন দুমকি গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

আইএনবি:আমির/এমএম