2018-02-01 01:09:55p

গণমাধ্যম বান্ধব ডিজিটাল নিরাপত্তা আইনের দাবীতে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি: মন্ত্রীসভায় চূড়ান্ত অনুমোদনপ্রাপ্ত ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর খসড়ায় থাকা ৩২ ধারাসহ বির্তকিত সকল ধারা পূর্নবিবেচনা ও আইনের অস্পষ্টতা দূর করে গণমাধ্যম বান্ধব আইনের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে টাঙ্গাইল অনলাইন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ, সাবেক সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আতোয়ার রহমান আজাদ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, নতুন রুপে ৫৭ ধারা বাস্তবায়নের যে পায়তারা চলছে তা কোন ভাইে মেনে নেওয়া যায় না। ৫৭ ধারার অপব্যবহার করে যে ভাবে সারাদেশে সাংবাদিকদের গ্রেফতার, নির্যাতন করা হয়েছে তার পূনরাবৃত্তিই নতুন ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা। সাংবাদিক সমাজের আন্দোলনের মুখে যে ভাবে ৫৭ ধারা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার, সে ভাবেই নতুন আইনের ৩২ ধারাসহ সকল বির্তকিত ধারা বাতিলে সাংবাদিকদের কঠোর আন্দোলনে নামতে হবে।

এসময় বক্তারা আইনের অস্পষ্টতা দূর করে দ্রুত সময়ে মধ্যে সকল ধারা ও উপধারাকে স্পষ্ট ভাবে প্রকাশের দাবি জানান।
এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, ডেইলি স্টারের টাঙ্গাইল প্রতিনিধি মির্জা শাকিল, মাছরাঙ্গা টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি একরামুল হক খান তুহিন, অনলাইন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন এর আহ্বায়ক জাগোনিউজ২৪.কম এর টাঙ্গাইল প্রতিনিধি আরিফ উর রহমান টগর, সদস্য সচিব পূর্বপশ্চিমবিডি.নিউজ ও বাংলা টিভি এর টাঙ্গাইল প্রতিনিধি তপু আহম্মেদ, ডিবিসি টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার, সময় টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি কাদির তালুকদার, জিটিভি’র টাঙ্গাইল প্রতিনিধি মহিউদ্দিন সুমন, যুমনা টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি শামিম আল মামুন, দীপ্ত টিভির টাঙ্গাইল প্রতিনিধি মামুনুর রহমান মিয়া, দৈনিক কালের স্রেত পত্রিকার সিনিয়র রিপোর্টার তৃতীয়মাত্রা’র টাঙ্গাইল জেলা প্রতিনিধি ও আইএনবি নিউজ টয়েন্টিফোর ডটকম টাঙ্গাইল প্রতিনিধি মুক্তার হাসান, আনন্দ টিভির টাঙ্গাইল প্রতিনিধি আনিছুর রহমান, বাংলানিউজ২৪.কম টাঙ্গাইল প্রতিনিধি সুমন কুমার রায়, দৈনিক আমাদের অর্থনীতির টাঙ্গাইল প্রতিনিধি অলোক কুমার দাস, আমাদের সময় এর টাঙ্গাইল প্রতিনিধি কাজল আর্য, পরিবর্তন.কম এর টাঙ্গাইল প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমান, এবিনিউজ.কম এর টাঙ্গাইল প্রতিনিধি তারেক আহমেদ, বিবার্তা২৪.নেট এর টাঙ্গাইল প্রতিনিধি মোল্লা তোফাজ্জল, অনুসন্ধান.কম এর টাঙ্গাইল প্রতিনিধি পারভেজ হাসান, দেলদুয়ার প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি নূরুল ইসলাম, ভূঞাপুর প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি আসাদুল ইসলাম বাবুল, যুগান্তরের মির্জাপুর প্রতিনিধি সাজ্জাদ হোসেন প্রমুখ।

মুক্তার হাসান