2018-01-31 05:47:32p

অভিনেতা মার্ক সালিংয়ের আত্মহত্যা

বিনোদন ডেস: মার্কিন টিভি অভিনেতা মার্ক সালিং আত্মহত্যা করেছেন। এমনটা নিশ্চিত করেছেন তার আইনজীবী মাইকেল জে প্রেক্টর। সিএনএনকে তিনি জানান, মার্ক সালিং ছিলেন সৃজনশীল এবং ভালো মানুষ। গুরুতর কিছু ভুলের জন্য তিনি ইদানীং অনুশোচনায় ভুগছিলেন। সম্ভবত এই ভুলের প্রায়শ্চিত্তের জন্য তিনি আত্মহত্যা করেছেন। টেলিভিশনের সংগীতভিত্তিক কমেডি-ড্রামা সিরিজ ‘গ্লি’তে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন সালিং।

এদিকে সালিংয়ের বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফি সংগ্রহ করার অভিযোগ আছে। ২০১৬ সালের মে মাসে তার কম্পিউটার থেকে অর্ধলক্ষাধিক শিশু পর্নো ছবি উদ্ধার করে পুলিশ। আদালতে সম্প্রতি এই মামলার শুনানি শেষ হয়েছে। আগামী ৭ মার্চ মামলার রায় হওয়ার কথা। আদালত তাকে চার থেকে সাত বছরের কারাদ- দেওয়ার পরিকল্পনা করছিলেন। লস অ্যাঞ্জেলেসের পুলিশ সিএনএনকে জানিয়েছে, গতকাল মঙ্গলবার তুজুঙ্গার নদীর পাশের জঙ্গল এলাকায় ৩৫ বছর বয়সী এই অভিনেতাকে ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, গতকাল স্থানীয় সময় সকাল ৮টা ৫৫ মিনিটে সালিংয়ের মৃত্যু হয়েছে।