2018-01-25 09:50:10a

“স্মৃতির পাতা থেকে”

দেখতে দেখতে আজ অনেক বছর হয়ে গিয়েছে

তবুও এখনো খুব ভালোবাসি তোমাকে।
হৃদয়ের খুব গহীন থেকে এখনো তোমাকে খুব মিস করি।
কারন আমার ভালোলাগা এবং ভালোবাসার
সবটুকু জায়গা জুড়ে শুধু তুমিই আছো।
তোমার উপর আমার কোনো অভিমান নেই
তবে প্রচন্ড ভালোবাসা আছে।
আমি জানি যে আমার এই কষ্টের আর্তনাদ
হয়ত কখনোই তোমার হৃদয় পর্যন্ত পৌঁছাবে না।
তবুও এ কথা সত্যি যে তোমাকে জিতিয়েই আমি জয়ী হতে চাই
অনেক অনেক ভালো থেকো তুমি।
পৃথিবীর কোনো কষ্ট যেনো তোমাকে স্পর্শ করতে না পারে
তোমার আগামীর পথচলা হোক তোমার মনের মত সুন্দর।

লেখক: আখের হাসান (সহকারি শিক্ষক)