2018-01-17 10:19:01p

১৫ আগস্ট-২১ আগস্ট-৩ নভেম্বরের ঘটনা একই চক্রান্তের ফসল

আইএনবি প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ১৫ আগস্ট, ২১ আগস্ট এবং ৩ নভেম্বরের ঘটনা একই ষড়যন্ত্রকারীদের চক্রান্তের ফসল ।

জেলহত্যা দিবস উপলক্ষে শুক্রবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিন।

ওবয়েদুল কাদের বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা, একই বছরের ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যা এবং শেখ হাসিনাকে ১৯ বার হত্যাচেষ্টার ঘটনা একই ষড়যন্ত্রকারীদের চক্রান্তের ফসল।

প্রসঙ্গত, ১৯৭৫ সালের এই দিনে জাতীয় চার নেতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় হত্যা করা হয়। প্রতিবছর এ দিনটি জেলহত্যা দিবস হিসেবে পালিত হয়।