তাঁরা নেতা হতে পারেন না,যাঁরা মারামারি রক্তের রাজনীতি করেন: মমতা
আন্তর্জাতিক ডেস্কঃ গাঁন্ধী মূর্তির পাদদেশে মোহনদাস কর্মচন্দ গাঁন্ধীর সার্ধশতবর্ষ পূর্তির সরকারি অনুষ্ঠানে মমতা বলেন, ‘‘যাঁরা মারামারি করেন, বিদ্বেষ ছড়ান, রক্তের রাজনীতি করেন, তাঁরা দেশের নেতা হতে পারেন না।’’ সরাসরি কারও নাম তিনি করেননি।…