আইএনবি নিউউ: চট্টগ্রাম-ঢাকা রুটের সোনার বাংলা এক্সপ্রেস এবং নোয়াখালী-ঢাকা রুটের উপকূল এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন চলাচল আজই (রোববার) বন্ধ হচ্ছে ।
প্রাণঘাতী করোনা পরিস্থিতি বিবেচনা করে যাত্রীদের নিরাপত্তায় রোববার (২১ জুন) থেকে এই দুই ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক ট্রাফিক ট্রান্সপোর্টেশন কালিকান্ত ঘোষ স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশে বলা হয়, করোনাকালে চলাচলরত আন্তঃনগর উপকূল এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন চলাচল সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
নোটিশে আরও বলা হয়, ঢাকা-নোয়াখালী রুটে চলাচলকারী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি ২০ তারিখ ঢাকা থেকে ওয়ার্ক করার পর আজ লাকসাম থেকে ঢাকা আসে। এর পর ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।
অপরদিকে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি শনিবার সর্বশেষ ওয়ার্ক করার পর, আজ থেকে সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আইএনবি/বি.ভূঁইয়া