৩ হাজার পিস ইয়াবাসহ আটক ২

চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মঙ্গলবার (১৬ জুন) সকালে লোহাগাড়া উপজেলার চুনতি ফরেষ্ট অফিস সংলগ্ন অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই জনকে আটক পুলিশ।

আটককৃতরা হলেন, চট্টগ্রাম জেলার আনোয়ারা রায়পুর দক্ষিণ পরুয়া এলাকার মৃত মোহাম্মদ ইউনুছের ছেলে মোহাম্মদ ইব্রাহিম (৫০) ও একই উপজেলার বিলপুর এলাকার মোহাম্মদ মনছুরের ছেলে মোহাম্মদ আমির খসরু (৩০)। এ সময় পাচার কাজে ব্যবহ্নত একটি মোটর সাইকেল জব্দ করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানা পুলিশ উপজেলর চুনতি ফরেষ্ট অফিস সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্টগ্রামমূখি একটি কাল ও নীল রঙের নাম্বার বিহীন পালসারকে থামিয়ে তল্লাশি চালায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার ওসি মো. জাকের হোসাইন মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৩ হাজার পিস ইয়াবাসহ ২ পাচারকারীকে আটক করা হয়। পাচারকাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেলও জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে একইদিন সকালে আদালতে সোপার্দ করা হয় বলেও জানান তিনি।

আইএনবি/বি.ভূঁইয়া