লামা প্রতিনিধি: জেলার লামা উপজেলায় সুয়ালক সড়কের শিলের ঝিরি এলাকায় ভাড়ায় চালিত মোটর সাইকেল থেকে পড়ে চিংহ্লামে মার্মা (২০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। চিংহ্লামে মার্মা উপজেলার গজালিয়া ইউনিয়নের বুড়ির ঝিরি গ্রামের বাসিন্দা চিং থুই প্রু মার্মার মেয়ে।
সুত্র জানায়, শনিবার বিকালে লামা বাজার থেকে চিংহ্লামে মার্মা ভাড়ায় চালিত মোটর সাইকেল যোগে গজালিয়াস্থ নিজ বাড়ীতে যাচ্ছিলেন। এ সময় মোটর সাইকেলটি সড়কের শীলেরঝিরি নামক স্থানে পৌঁছলে দুর্ঘটনায় পতিত হয়। এতে চিংহ্লামে মার্মা পড়ে মোটর সাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে মোটর সাইকেল চালক ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক চিংহ্লামে মার্মাকে কক্সবাজার সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দেন। এক পর্যায়ে স্বজনেরা রাত ১০টার দিকে কক্সবাজার সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান চিংহ্লামে মার্মা।
এ বিযয়ে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করতে হবে।
আইএনবি/বি.ভূঁইয়া