বগুড়ার প্রতিনিধ: বাড়ি থেকে তাড়ানোর চেষ্টায় সৎ ছেলেকে পাগল সাজিয়ে শেকল দিয়ে বেঁধে রেখেছেন মা।
বগুড়ার শেরপুরে ১২ বছরের ছেলে জুয়েল শেখের সৎ মা মমতা বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, বিভিন্ন বাসা বাড়িতে চুরি করে বলে তাকে শিকলবন্দী করে রাখা হয়েছে।
জুয়েল শেখ শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া কলোনীর বাসিন্দা দিনমজুর মাহবুব শেখের ছেলে। জুয়েলের বাবা ঢাকায় দিনমজুরের কাজ করেন এবং ঢাকাতেই থাকেন।
স্থানীয়দের বাগড়া কলোনি এলাকার ব্যবসায়ী জুয়েল রানা ও ইব্রাহীম হোসেন জানান, দরিদ্র পরিবারের সন্তান হলেও জুয়েল ছেলে হিসেবে ভাল। তাকে বুঝিয়ে বললেই সে সবকিছু শুনবে ।
তাকে শিকল দিয়ে হাত ও পা বেঁধে রাখা সত্যিই দুঃখজনক ঘটনা। তারা আরোও জানান, সৎ মা ঠিকমতো যত্ন না করে পাগল বানানোর চেষ্টায় শিকলবন্দী করেছেন তাকে। এলাকার সচেতন মহল জুয়েল শেখকে শিকলবন্দী অবস্থা থেকে মুক্ত করতে শেরপুর উপজেলা ও থানা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সাকেল) গাজীউর রহমান বলেন, ‘আমি করোনা পজিটিভ। সে কারণে ঘটনাস্থলে যেতে পারছি না। না হলে আমি নিজে গিয়ে ব্যবস্থা গ্রহণ করতাম। তারপরও আমি শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পাঠিয়ে ব্যবস্থা নিচ্ছি।
আইএনবি/সম্পাদনা- বি.ভূঁইয়া