বাস চাপায় পোশাক শ্রমিক নিহত

ময়মনসিংহ প্রতিনিধি : সোমবার (১জুন) রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা পৌরসভার ওয়াবদার মোড় এলাকায় ওমর ফারুক (২৫) শ্রমিক নিহত হয়।

নিহত ওমর ফারুক উপজেলার ভোরাডোবা গ্রামের দাইরাপাড়া এলাকার আবদুল হকের ছেলে। তিনি স্থানীয় ইকরাম সোয়েটার কারখানার শ্রমিক ছিলেন।

ভোরাডোবা হাইওয়ে পুলিশের আইসি পরিদর্শক উযায়ের আল মাহমুদ আদনান জানান, রাতের শিফটে কাজে যোগ দেয়ার জন্য মোটরসাইকেলে দুই শ্রমিক যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে পেছন থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়।

এতে গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক ওমর ফারুককে মৃত ঘোষণা করেন। অপর আহত রুবেল (২১) ভালুকা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আইএনবি/বি.ভূঁইয়া