আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: মঙ্গলবার সকাল ৯টার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাসস্টিক সাজারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ইব্রাহিম (২৭) নামে একজন মৃত্যুবরণ করেন। তিনি স্থানীয় ফতেপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বগাদী কান্দাপাড়া এলাকার রমজানের ছেলে। তিনি চার ভাইয়ের মধ্যে তৃতীয় ছিলেন।
মৃতের ভাই রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এনিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ জনে। এর আগে একই ঘটনায় ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার রমিজ উদ্দিনের ছেলে আলম (৫০)।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, মৃত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে কেউ লিখিত অভিযোগ দিলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত. ২৪ মে রোববার বেলা ১১টার দিকে সাবেক উপজেলা চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজালাল মিয়ার মালিকানাধীন ভবনের নীচ তলায় একটি চায়ের দোকানের ভেতরে সেপটিক ট্যাঙ্ক থেকে নির্গত গ্যাসে আগুনের ঘটনায় দোকান মালিক হরমুজসহ তিনজন দগ্ধ হন।
আইএনবি/বি.ভূঁইয়া