মোহাম্মদ জামাল মল্লিক,শরীয়তপুর।।
শরীয়তপুরে করোনা ভাইরাসের কারেনে দীর্ঘদিন বন্ধ থাকার পরে সরকারি নির্দেশ স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর প্রথম দিনেই স্বাস্থ্যবিধি অমান্য করায় বাসযাত্রীসহ ১২ জনকে অর্থদন্ড করেছেন ভ্রাম্যামান আদালত। সোমবার দুপুরে মোবাইল কোর্ট এর মাধ্যমে পৌর বাস স্ট্যান্ড, প্রেমতলা, পালং বাজার, মনোহর বাজার স্ট্যান্ডে তাদের এই অর্থদন্ডদেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুর রহমান শেখ।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুর রহমান শেখ বলেন, গণপরিবহণ ও পাবলিক প্লেসে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে পৌর বাস স্ট্যান্ড, প্রেমতলা, পালং বাজার হতে প্রধান সড়ক হয়ে মনোহর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হ। এসময় স্বাস্থ্যবিধি অমান্য করায় বাসযাত্রীসহ ১২ জনকে ৪ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। মাস্কবিহীন অনেককে এ সময় সতর্ক করা হয়।করোনা ভাইরাস বিস্তৃত প্রতিরোধে আমাদের এই অভিযান অব্যহত থাকবে। Burada böyük pul qazanın kazino azərbaycan !