শরীয়তপুরে সামাজিক দূরত্ব অমান্য করায় ১৯ জনকে জরিমানা

 

মোহাম্মদ জামাল মল্লিক,শরীয়তপুর

শরীয়তপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস থেকে মুক্ত রাখতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারনা অব্যাহত রেখেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও পালং মডেল থানা পুলিশ। রোববার বিকাল সাড়ে ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত সদর উপজেলার পালং বাজার হতে পুলিশ বক্স হয়ে মনোহর বাজার, আংগারিয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনাকালীন ১৯ জনকে স্বাস্থ্য বিধি অমান্য করায় ৮,৬০০/- টাকা অর্থদণ্ড করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুর রহমান শেখ। এ সময় উপস্থিত বহু পথচারীকে সচেতন করা হয়। শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুর রহমান শেখ বলেন, করোনা ভাইরাস রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতনতা বৃদ্ধি করা হয়। পালং বাজার হতে পুলিশ বক্স হয়ে মনোহর বাজার, আংগারিয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনাকালীন ১৯ জনকে স্বাস্থ্য বিধি অমান্য করায় ৮,৬০০/- টাকা অর্থদণ্ড করা হয়। এ সময় উপস্থিত বহু পথচারীকে সচেতন করা হয়।করোনা ভাইরাস থেকে সদর উপজেলাকে মুক্ত রাখতে জেলা প্রশাসক কাজী আবু তাহের স্যারের নেতৃত্বে আমাদের প্রচারনা অব্যাহত রয়েছে।