শরীয়তপুর প্রতিনিধি।।
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি বি এম মোজাম্মেল হকের নির্দেশে শরীয়তপুরের জাজিরা উপজেলায় শ্রমিক সংকটে থাকা এক কৃষকের ৪৮ শতাংশ জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে জাজিরা উপজেলা ছাত্রলীগ।
মঙ্গলবার ১২ মে সকালে উপজেলার বড় কান্দি ইউনিয়নের ডুবিসায়বর কাজিরহাট এলাকার রতন ফকিরের পাকা ধান কেটে দেন তারা। এলাকার বেশির ভাগ জমির ধান পাকতে শুরু করেছে। রৌদ্রের মধ্যে জমির মালিক সহ জাজিরা উপজেলা ছাত্রলীগের ছেলেরা ধান কাটছেন। কেউ কেউ ধানের আঁটি কাঁধে করে নিয়ে গন্তব্যে পৌঁছে দিচ্ছেন।
জাজিরা উপজেলা ছাত্রলীগের সাবেক কার্যকরী সদস্য- হৃদয় আহমেদ শীষ বলেন, ‘মূলত ধান কাটার কাজে অন্যান্যদের উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগ নিই’ যাতে করে আমাদের দেখাদেখি অন্যরাও শ্রমিকের সংকট মোকাবিলায় এই সময়ে জাজিরার কৃষকদের পাশে এসে দাড়ায়।
আমি আশা করছি করোনা পরিস্থিতিতে শ্রমিকসংকট মোকাবিলায় কর্মহীন লোকজন ধান কাটার কাজে উদ্বুদ্ধ হয়ে কৃষকের পাশে দাড়াবে।