মোহাম্মদ জামাল মল্লিক, শরীয়তপুর
কৃষক বাঁচলে বাঁচবে দেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ এই শ্লোগানকে সামনে রেখে শরীয়তপুর ১ আসনের এমপি ইকবাল হোসেন অপু মিয়ার নির্দেশে শরীয়তপুরে ধানকাটা শ্রমিক সংকট হওয়ায় অসহায় কৃষকদের ধানকেটে দিচ্ছেন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। শরীয়তপুরে ধানকাটা শ্রমিক সংকট হওয়ায় অসহায় কৃষকদের কথা চিন্তা করে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনিবাহী কমিটির সদস্য ও শরীয়তপুর ১ আসনের এমপি ইকবাল হোসেন অপু মিয়া শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, জেলা ও সদর পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের সমন্বয়ে ৪ টি গ্রুপের মধ্যমে অসহায় কৃষকের ধান কেটে মারাই করে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এর পর থেকে যেখানেই কৃষকের শ্রমিক সংকটে খবর পাচ্ছেন সেখানেই ইকবাল হোসেন অপু এমপির নিদের্শে রোদ বৃষ্টির মধ্যদিয়ে কৃষকের ধান কেটে দিচ্ছেন তারা। শরীয়তপুরে ধানকাটা শুরু হওয়ার পর থেকে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে ১ বার, সদর উপজেলা যুবলীগে সভাপতি বিল্লাল হোসেন দিপু মিয়া, সাধারণ সম্পাদক হোসেন সরদারের নেতৃত্বে ২ বার, জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ভিপি সালাম, সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকারের নেতৃত্বে ও সদর পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিল্লুর রহমানের নেতৃত্বে ৫ বার, বাংলাদেশ ছাত্রলীগের সহসভাপতি ফাহাত হোসেন তপুর নেতৃত্বে ৪ বার কৃষকের ধানকেটে দেওয়া হয়। যতদিন ধানকাটা শ্রমিক সংকট থাকবে ততদিন তাদের এই ধানকাটা অব্যাহত থাকবে বলে জানান তারা।
এবিষয়ে শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন দিপু মিয়া বলেন, কৃষক বাঁচলে বাঁচবে দেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ এই শ্লোগানকে সামনে রেখে শরীয়তপুর ১ আসনের এমপি ইকবাল হোসেন অপু মিয়ার নির্দেশে শরীয়তপুরে ধানকাটা শ্রমিক সংকট থাকায় আমরা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের নিয়ে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছি। যতদিন করোনা দুর্যোগে ধানকাটা শ্রমিকের সংকট থাকবে ততদিন ধানকাটা কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।