গাজীপুরে যুবলীগের উদ্যোগে মাছ, দুধ, ডিম, নগদ অর্থ বিতরণ

 

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর জেলার শ্রীপুর এলাকায় করোনা ভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া মানুষের মাঝে যুবলীগের উদ্যোগে  নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য খাদ্য মাছ, দুধ, ডিম, নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

যুবলীগের পক্ষে আজ শনিবার দুপুরে ধমদমা গ্রামে নিজ খামারের মাছ, দুধ, ডিম এবং নগদ অর্থ  বিতরন করেন  যুবলীগ নেতা  মো: আকরাম হোসেন।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় করোনার প্রতিরোধে শুরু থেকেই মাঠে রয়েছে সংগঠনটির নেতাকর্মীরা। সারাদেশে করোনা প্রতিরোধ সামগ্রী ও খাদ্য সামগ্রী বিতরণ করছে নেতাকর্মীরা।