শেরপুর করোনা সংক্রমন ঠেকাতে, ১৪ কয়েদিকে মুক্তি

শেরপুর প্রতিনিধি: বর্তমানে করোনা পরিস্থিতিতে দণ্ডপ্রাপ্ত অপরাধীদের ছেড়ে দেয়ার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে শেরপুরে দ্বিতীয় দফায় মুক্তি পেল ১২ বন্দি।

শুক্রবার রাতে শেরপুর জেলা কারাগারের জেলার মো. তরিকুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, সরকারের সাধারণ ক্ষমার আওতায় শুক্রবার জেলা কারাগার থেকে ওই ১২ বন্দিকে মুক্তি দেয়া হয়। শেরপুর জেলা কারাগার থেকে কারা মহাপরিদর্শক দফতরে পাঠানো লঘু দণ্ডপ্রাপ্ত ২৩ জনের তালিকার মধ্যে দুই দফায় এ পর্যন্ত ১৪ বন্দি মুক্তি পেল।

জেলার জানান, কারাগারের বন্দি ঘনত্ব কমাতে ফৌজদারি কার্যবিধির ৪০১(১) প্রদত্ত ক্ষমতাবলে ১২ বন্দির অবশিষ্ট সাজা মওকুফ করে তাদের মুক্তি দেয়া হয়।

শেরপুর জেলা কারাগারে বন্দি ধারণ ক্ষমতা রয়েছে ১০০ জন। বর্তমানে বন্দি রয়েছে ৫৭১ জন।

শেরপুর জেলা কারাগারের জেলার তরিকুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতির কারণে জেলা কারাগারে সর্বোচ্চ এক বছর থেকে ছয় মাস মেয়াদের সাজাভোগীদের মধ্যে সরকারের সাধারণ ক্ষমা ঘোষণার আওতায় কারা মহাপরিদর্শক দফতরে মোট ২৩ জনের প্রস্তাব পাঠানো হয়েছিল।

এর মধ্যে সরকারের নির্বাহী আদেশে এক বছরের নিচে লঘু দণ্ডপ্রাপ্ত ১৫ জনকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত হয়েছে। দুই দফায় ১৪ জনকে ইতোমধ্যে তাদের নিজ নিজ আত্মীয়-পরিজনের কাছে হস্তান্তর করা হয়েছে। আগামী রোববার আরও একজনকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এদিকে সাজা মওকুফ হওয়া ১৪ জনই পুরুষ এবং তাদের মধ্যে মাদক মামলায় ১০ জন, ইভটিজিং মামলায় দুইজন ও যৌতুক নিরোধ আইনসহ অন্য আইনে তিনজন রয়েছেন। তাদের অধিকাংশই ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত।

আইএনবি/বিভূঁইয়া