নবীনগরের ৩ শত কর্মহীন পরিবারকে খাদ্য সহায়তা দিলেন

লন্ডন প্রবাসী মো: ওমর ফারুক

নিজস্ব প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা বিষয়ক সম্পাদক ও আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ব্যারিস্টার জাকির আহাম্মদ-এর বড় ভাই লন্ডন প্রবাসী মো: ওমর ফারুক নবীনগরে ৩ শত কর্মহীন পরিবারকে খাদ্য সহায়তা দিলেন।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আজ শুক্রবার (৮মে) করোনা ভাইরাস প্রাদূর্ভাবের কারনে কর্মহীন হয়ে পড়া তিন শত পরিবারকে খাদ্য সহায়তা দিলেন লাউর ফতেহ্পুর গ্রামের কৃতি সন্তান লন্ডন প্রবাসী মো: ওমর ফারুক।

স্ব-পরিবারে স্থায়ীভাবে ইংল্যান্ডে বসবাসরত মো: ওমর ফারুক সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে তাঁর নিজস্ব লোকজনের মাধ্যমে নিজগ্রাম সহ উপজেলার বিভিন্ন গ্রামের কর্মহীন ও অসহায় পরিবারের বাড়ী-বাড়ী এ খাদ্য সামগ্রী পৌঁছে দেন।

এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল:
৫ কেজি চাল,১ কেজি ছোলা বুট,১ কেজি পেয়াজ,১ কেজি চিনি ও ১ লিটার সয়াবিন তৈল।

লন্ডন থেকে টেলিফোনে মো: ওমর ফারুক আইএনবিকে জানান, করোনা ভাইরাসের এ মহা দূর্যোগকালে স্বল্প পরিসরে হলেও এলাকার জনগনের পাশে দাঁড়াতে পেড়ে নিজেকে ধন্য মনে করছি। তিনি সব সময় এলাকাবাসীর পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য যে,ইংল্যান্ডের স্থায়ী নাগরিক ও উচ্চ শিক্ষিত মো: ওমর ফারুক হচ্ছেন নবীনগর উপজেলার আওয়ামী রাজনীতির পরিচিত মূখ ব্যারিস্টার জাকির আহাম্মদ ও ডা:মিজানুর রহমানের সহোদর ভাই।

আইএনবি/সম্পাদনা-বিভূঁইয়া