ফেরীঘাটে বেড়েছে রাজধানীমুখী মানুষের ভিড়

আইএনবি ডেস্ক: যানবাহনের সংখ্যা বাড়ায় বাড়ানো হয়েছে ফেরীর সংখ্যাও। পোশাক কারখানা ও দোকান পাট খোলার ঘোষণায় বিভিন্ন জেলা থেকে ঢাক ফিরতে শুরু করেছে মানুষ।

মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে শ্রমজীবী মানুষের ভিড় দেখা গেছে। মধ্যরাত থেকে শিমুলিয়া-কাঠালবাড়ী নৌরুটে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় ফেরির সংখ্যা বাড়িয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আর শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক জানান, মধ্যরাত থেকে গাড়ির চাপ বৃদ্ধি পেয়েছে তাই তিনটি ফেরির সংখ্যা বাড়িয়ে বর্তমানে নৌরুটে নয়টি ফেরি চলাচল করছে। শিমুলিয়া ও কাঠালবাড়ী ঘাটে শুক্রবার থেকে চাপ বৃদ্ধি পেয়েছে।

মাদারীপুরের কাঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটে গত কয়েকদিন গার্মেন্টসে কর্মরত শ্রমিকদের ঢাকা মুখী চাপ থাকলেও এখন তা কিছুটা কমেছে। যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় এখন ১২টি ফেরি চালু রাখা হয়েছে। লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ফেরিতে পারাপার হচ্ছে। ডিবিসির প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

আইএনবি/বিভূঁইয়া