মোঃ জামাল মল্লিক,শরীয়তপুর প্রতিনিধি
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে শরীয়তপুরে ঘর থেকেই বের হচ্ছে না মানুষ। বন্ধ হয়ে গেছে গণপরিবহন। এ পরিস্থিতিতে দু:স্থ ও নিম্নবিত্ত গণপরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক( ডিসি) কাজী আবু তাহের। গত মঙ্গলবার দুপুরে শরীয়তপুর পৌর বাসস্ট্যান্ডে বেসরকারি অনুদান হতে ৩য় ধাপে ৫০০ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলার ইউএনও মাহবুর রহমান শেখ, সদর এসি ল্যান্ড ফাতেমা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও আন্ত- জেলা বাস- মিনিবাস সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ফারুক আহমেদ তালুকদারসহ মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ। মানবিক সহায়তা হিসেবে তাদের চাল,ডাল,পিয়াজ,আলু,তেল,মরিচ,সাবান ইত্যাদি দেওয়া হয়।