বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলো দুই ভাই

কুমিল্লা (চান্দিনায়) প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় মঙ্গলবার (৫ মে) দুপুর ২টায় চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের বাতাবাড়িয়া এলাকায় পুকুর পাড়ের বৈদ্যুতিক খুঁটির টানা তার নিয়ে টানাটানি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই এর মৃত্যু ঘটে।

নিহতরা হলেন- চান্দিনার বাতাবাড়িয়া গ্রামের আব্দুল আউয়ালের ছেলে আবু হানিফ (২২) ও আব্দুল মবিন এর ছেলে ইউনুছ মিয়া (১৮)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।

প্রত্যক্ষদর্শী অলিউল্লাহ জানান- মঙ্গলবার দুপুরে আবু হানিফ ও ইউনুছ মিয়া পুকুরে গোসল করার সময় পানিতে ভেসে থাকা বৈদ্যুতিক খুটির টানা তারের সাথে যুক্ত থাকা কাঠের টুকরো নিয়ে দুষ্টামীর ছলে টানাটানি শুরু করে। এক পর্যায়ে ওই টানা তারটি মেইন তারের স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পাশ্ববর্তী বাড়ির লোকজন দেখে তাদেরকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।

 

আইএনবি/বিভূঁইয়া