শরীয়তপুর প্রতিনিধি
সারা দেশের নেয় শরীয়তপুরেও বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। আজ সোমবার নতুন করে গোসাইরহাটে ২ জনসহ করোনায় ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪ জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৯ শে দাড়িয়েছে।
নতুন আক্রারা হলেন গোসাইরহাট উপজেলার ইদিলপুর এবং আলাওলপুর ইউনিয়নের দুই জন, শরীয়তপুর সদরের চিকন্দি ইউনিয়নে ১ জন। সদরের আক্রান্ত ব্যক্তি সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের ১ জন। আক্রান্তদের মধ্যে দুজন পুরুষ এবং দুজন মহিলা। বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে।
শরীয়তপুর সিভিল সার্জন অফিসের করোনা কন্ট্রোল রুমের ফোকাল পার্সন ও মেডিকেল অফিসার ডা. মোঃ আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ পর্যন্ত শরীয়তপুর জেলায় মোট ৮২১ জনের নমুনা সংগৃহীত হয়েছে এবং ৭০৯ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এর মধ্যে বর্তমানে শরীয়তপুর জেলায় করোনা রোগে আক্রান্ত রোগির সংখ্যা ৩৯ জনে দাড়িয়েছে।