আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের মানাউস শহরে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় কফিনের সঙ্কট দেখা দিয়েছে । এজন্য আমাজন মহাবন দিয়ে আচ্ছাদিত দুর্গম এই শহরে করোনায় মৃতদের গণকবরে দাফন করা হচ্ছে।
এই পরিস্থিতিতে মানাউস থেকে ২ হাজার ৭০০ কিলোমিটার দূরের শহর সাও পাওলো থেকে বিমানযোগে কফিন আনার আবেদন করেছে ব্রাজিলের ন্যাশনাল ফিউনারেল অ্যাসোসিয়েশন। এক সপ্তাহ আগে এই আবেদন করা হলেও কফিন পাঠানোর সিদ্ধান্ত এখন পর্যন্ত বিবেচনাধীন রয়েছে।
দুর্গম অঞ্চলে অবস্থিত মানাউস শহরে কফিন সঙ্কটের সংবাদ প্রকাশ করেছে কাতারের সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা।
ব্রাজিলিয়ান অ্যাসোসিয়েশন অব ফিউনারেল সার্ভিস প্রোভাইডার্সের সভাপতি লরিভাল পানহোজির জানান, মানাউস শহরে প্রায় ২০ লাখ মানুষের বসবাস। এই করোনা মহামারির আগে এই শহরে প্রতিদিন গড়ে ২০ থেকে ৩৫ জনের মৃত্যু হতো। কিন্তু এখন প্রতিদিন ১৩০ জনের বেশি মানুষ মারা যাচ্ছে। তাই কফিন সঙ্কট দেখা দিয়েছে।
করোনাভাইরাসে সবচেয়ে দুর্দশার চিত্র দেখা গেছে ল্যাটিন আমেরিকর দেশ ইকুয়েডরে। দেশটিতে মানুষের মৃতদেহ রাস্তায় কয়েকদিন পড়ে থাকার ঘটনাও ঘটেছে এবং সেনাবাহিনী দ্বারা সেই লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে। ইকুয়েডরের পর এবার ব্রাজিলে কফিন সঙ্কটে গণকবর দেওয়ার ঘটন ঘটলো।
সফটওয়্যার স্যলুশন কম্পানি ডারাক্সের পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, ব্রাজিলে এখন পর্যন্ত ৯২ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ছয় হাজার ৪১২ জনের।
আইএনবি/বিভূঁইয়া