সখীপুরে বালুবাহী ট্রাকসহ ৩ চালক‌কে জ‌রিমানা

সখীপুর (টাঙ্গাইল) প্র‌তি‌নি‌ধি: টাঙ্গাইল জেলায় রাতের আঁধা‌রে দু’‌টি বালুবাহী ও লকডাউ‌ন চলাকা‌লে অপ্রয়োজনীয় পণ্যবাহী এক ট্রাক চালক‌কে সোমবার রাত ১০টার দি‌কে সহকারী ক‌মিশনার (ভূ‌মি) হা-মীম তাবাসসুম প্রভা উপ‌জেলার বহেড়াতৈল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ২৪ হাজার টাকা জ‌রিমানা ক‌রে‌ছেন।

আদালত সূত্রে জানা যায়, সোমবার রাতে ভূঞাপুর থেকে দু’টি বালুবাহী ট্রাক ও ঢাকার গাবতলী থেকে লকডাউন চলাকা‌লে অপ্রয়োজনীয় মালামাল বোঝাই একটি ট্রাক ছোট সড়ক ব্যবহার সখীপুরে ঢোকার চেষ্টা করে। পরে বালুবাহী দুই ট্রাক চালককে ২০ হাজার ও গাবতলী থেকে আসা ট্রাক চালককে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নর্বাহী মে‌জি‌স্ট্রেট ও সহকারী ক‌মিশনার (ভূ‌মি) ভূ‌মি) হা-মীম তাবাসসুম প্রভা ব‌লেন, ক‌রোনা ভাইরা‌সের কার‌ণে খাদ্যদ্রব্য ও জরু‌রি সেবা ব্যতীত অন্যান্য যানবাহন চলাচ‌লে নি‌ষেধাজ্ঞা জা‌রি র‌য়ে‌ছে। এ‌তে রোগের সংক্রমণ ঘটতে পারে- এমন অপরাধে তিন ট্রাক চালককে জরিমানা করা হয়।

আইএনবি/বিভূঁইয়া