শনির আখড়ায় ফ্রেন্ডস এন্ড ফেয়ার সোসাইটি অফ শেখদীর খাদ্য সামগ্রি বিতরণ

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসে অসহায় গোটা দেশ। ভাইরাসের প্রাদুর্ভাবে হতদরিদ্র, ছিন্নমূল, দিনমজুর ও অসহায় মানুষের পাশাপাশি নিম্ন-মধ্যবিত্ত আয়ের মানুষরাও এখন দিশাহারা হয়ে পড়েছেন। মহামারি মোকাবিলায় নিম্ন আয়ের মানুষের মাঝে মধ্যে খাদ্য সহায়তা প্রদান করছে সরকার। সরকারের পাশাপাশি সারাদেশে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, ব্যক্তিগত ও প্রতিষ্ঠানিকভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে অনেকে।

রাজধানী ৬২ নং ওয়ার্ডে করোনাভাইরাসে অসহায় হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ফ্রেন্ডস এন্ড ফেয়ার সোসাইটি অফ শেখদী। সংগঠনটির উদ্যোগে স্থানীয়দের খাদ্য সামগ্রি বিতরণ করা হচ্ছে।

গত শুক্রবার  ফ্রেন্ডস এন্ড ফেয়ার সোসাইটি অফ শেখদীর ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ সিটির ৬২ নং ওয়ার্ড  এর কাউন্সিলর  আলহাজ্ব মোস্তাক আহম্মেদ।

এসময় সংগঠনটির সা্ধারণ সম্পাদক মাহফুজ আলম মিন্টু, সাংগঠনিক সম্পাদক মাসুম আহম্মেদ, অর্থ সম্পাদক ইব্রাহিম মোল্যা, তথ্য ও প্রচার সম্পাদক মো. তৌহিদ আকন্দসহ সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন। সোসাইটির সদস্যারা তালিকা করে অসহায়দের বাসায় বাসায় খাদ্য সামগ্রি পৌছে দিচ্ছেন।