শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের জাজিরা উপজেলায় আরো এক জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জাজিরা উপজেলার বিলাশপুর জানখার কান্দী এলাকায় আক্রান্ত রোগীর বাড়িসহ ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে। সোমবার দুপুর জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনায় আক্রান্ত রোগী কিছুদিন আগে ঢাকা থেকে জাজিরায় নিজ বাড়িতে আসেন। খবর পেয়ে তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে তার। এ ঘটনায় বিলাশপুরের জানখার কান্দী এলাকায় ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে।
এই নিয়ে জাজিরায় ৩ জনসহ শরীয়তপুর জেলায় করোনায় ৮জন আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।