আইএনবি নিউজ: অহেতুক ত্রাণ নিয়ে সমালোচনা না করে হতদরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার গণভবনে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ ভান্ডারে অনুদানের চেক গ্রহণের সময় ভিডিও কনফারেন্সে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ত্রাণ নিয়ে দূর্নীদি হলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রত্যেক পরিবারের জন্য কার্ড চালু করা হবে।
তিনি বলেন, বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব বাংলাদেশেও পড়বে; সেজন্য আগাম ব্যবস্থা হিসেবে প্রণোদনা প্যাকেজ প্রবর্তন করেছে সরকার। ত্রাণের সুবিধা যাতে প্রত্যেকেই পান তা নিশ্চিতে সরকার কাজ করছে।
আইএনবি/বিভূঁইয়া