শরীয়তপুর প্রতিনিধি
করোনা ভাইরাস প্রতিরোধে গৃহবন্দী হয়ে পড়েছেন শরীয়তপুরের জাজিরার মানুষ। করোনার আতংকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে স্বাস্থ্য সেবা নিতে পারছেন না অসুস্থ্য রোগিরা। এই অবস্থায় ঘরে বসে মানুষ যাতে প্রাথমিক স্বাস্থ্যসেবা পেতে পারেন সে জন্য টেলিমেডিসিন সেবা চালু করেছেন জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। স্বাস্থ্য সেবে দিতে চালু করা হয়েছে বিশেষ এই হটলাইন নম্বর ০১৭৩০৩২৪৫৫৫। এই নাম্বারে কল করলেই ২৪ ঘণ্টা মিলবে স্বাস্থ্যসেবা, পরামর্শ ও তথ্য। এতে ঘরে বসেই মানুষ তার প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিতে পারবেন।
জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদুল হাসান বলেন, দেশের এই ক্লান্তিলগ্নে জাজিরা উপজেলার মানুষের কথা চিন্তা করে স্বাস্থ্য সেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা টেলিমেডিসিন সেবা চালু করেছি। যাতে জাজিরার মানুষ এই দুর্যোগকালীন সময়ে সকল রোগের সেবা ঘরে বসে নিতে পারেন। আমরা জনগনদের সর্বাক্ষণিক সেবা দিয়ে যাবো। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সেবা অব্যাহত থাকবে।