আইএনবি নিউজ: অর্থনীতিতে করোনার প্রভাব মোকাবিলায় করণীয় ঠিক করতে বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন স্বাস্থ্যবিধি মেনে পোশাক কারখানা চালানো যাবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী রফতানি খাতের জন্য ৫ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা করেছেন। এ তহবিল থেকে ব্যবসায়ীরা কিভাবে সুবিধা পাবেন জানতে চাইলে বাণিজ্য মন্ত্রী বলেন, এ তহবিল থেকে গার্মেন্টস শিল্পের জন্য ২ শতাংশ সুদে লোন দেয়া হবে, এটা অনুদান নয়।
করোনাভাইরাসের কারণে প্রায় থেমে গেছে বিশ্বের সব অর্থনৈতিক কর্মকাণ্ড। এর ফলে পুরো বিশ্ব এখন অর্থনৈতিক মন্দার শঙ্কায়। অর্থনীতিবিদরা বলছেন, করোনাভাইরাসের কারণে আর্থিক ক্ষতি মোকাবিলায় সুপরিকল্পিত এবং সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
আইএনবি/বিভূঁইয়া