টাঙ্গাইলে করোনা প্রতিরোধে পুলিশের জনসচেতনতা কার্যক্রম

টাঙ্গাইল প্রতিনিধি: করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে টাঙ্গাইলে জেলা পুলিশের পক্ষ থেকে নানা জনসচেতনতা কার্যক্রম চালানো হচ্ছে।

শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের নেতৃত্বে জেলা শহরের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।

শহরের পাঁচআনী বাজার, ছয়আনী বাজার, নিউ মার্কেটসহ বিভিন্ন এলাকায় পুলিশের একটি টিম বাজার মনিটরিং, ক্রেতা-বিক্রেতাদের নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলাফেরায় ‘গোল দাগ’ দেয়া, অযথা বাড়ির বাইরে কাউকে না আসতে নির্দেশনা প্রদান ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে।

এ সময় টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, সারা বিশ্বে করোনাভাইরাসের আতঙ্ক বিরাজ করছে। প্রতিরোধ হিসেবে সামজিক দূরত্ব বজায় রাখতে দোকানের সামনে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে তিনফুট পর পর বৃত্ত এঁকে দেয়া হচ্ছে। এছাড়া হাট-বাজারে জনসচেতনতার জন্য মাইকিং অব্যাহত রয়েছে।

আইএনবি/বিভূঁইয়া