ফেসবুকে করোনাভাইরাসের গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ২

খুলনা প্রতিনিধি: ফেসবুকে কোভিড-১৯ নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে মো. মেরাজ আল সাদী (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত পৌনে ৮টার দিকে খুলনা খালিশপুর থানার মুজগুন্নী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গুজব ছড়ানোর কথা স্বীকার করেছে।

র‌্যাব-৬ মিডিয়া অফিসার এএসপি মাহাবুব আলম জানান, বৃহস্পতিবার রাতে র‌্যাব-৬, খুলনার একটি দল মহানগরীর মুজগুন্নী এলাকা থেকে করোনাভাইরাস নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে ওই যুবককে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ২টি মোবাইল ফোন, ৩টি সিমকার্ড, ১টি মেমোরি কার্ড জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে গ্রেপ্তারকৃতকে খালিশপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সাদী মুজগুন্নীর মৃত আব্দুল মান্নানের ছেলে।

আইএনবি/বিভূঁইয়া