টাঙ্গাইল প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রবীন্দ্রনাথ ঠাকুর শান্তি পুরস্কারে ভূষিত হলেন ।
ভারতের রাজধানী নয়াদিল্লির তাজমহল হোটেলে শনিবার বিকেলে দি এশিয়াটিক সোসাইটির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
ভারত সরকার নোবেল বিজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্মানে ২০১২ সালে এ পুরস্কার প্রবর্তন করে। সাংস্কৃতিক সম্প্রীতির মূল্যবোধ প্রচারের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেওয়া হয়।
প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর শান্তি পুরস্কার পান ভারতীয় সেতারশিল্পী রবি শংকর। পুরস্কার গ্রহণের আগেই রবি শংকরের মৃত্যু হয়। তার হয়ে তার স্ত্রী সুকন্যা শংকর এ পুরস্কার গ্রহণ করেন। এবার রবীন্দ্রনাথ ঠাকুর শান্তি পুরস্কারে ভূষিত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আইএনবি/বিভূঁইয়া