কুমিল্লায় ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন

কুমিল্লা প্রতিনিধি: ঐতিহাসিক ৭ মার্চ দিবসটি উপলক্ষে শনিবার কুমিল্লায় বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মাইকে বাজানো হচ্ছে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ।

সকাল সাড়ে ১০ টায় নগরীর শিশুপাক সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুারালে শ্রদ্ধা নিবেদন করেন সদর আসনের সাংসদ মহানগর আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার। তারপরেই কুমিল্লা জেলা প্রশাসক মো: আবুল ফজল মীরের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তারা এবং জেলা পুলিশ সুপার মো: সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম এর নেতৃত্বে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন।

তারপরেই কুমিল্লা মহানগর আওয়ামী লীগ ও অংগসংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর ম্যুরালে পষ্পস্তবক অর্পণ করেন।

এদিকে ৭ মার্চ উপলক্ষে কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামীলীগর পক্ষে কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামীলীগের প্রথম যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেনের নেতৃত্বে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।

আইএনবি/বিভূঁইয়া