মিয়ানমারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের শান স্টেটের একটি গ্রামে শুক্রবার (৬ মার্চ) সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে এক কূটনীতিকসহ হেলিকপ্টারের তিন ক্রু আহত হয়েছেন।

শান স্টেটের কুতকাই জনপদের কাউংখা গ্রামে হেলিকপ্টারটি যাত্রা শুরুর পরপরই যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং জরুরি অবতরণ করতে গিয়ে বিধ্বস্ত হয়।

এক আরোহী সংবাদ মাধ্যমে বলেন, হেলিকপ্টারটি যাত্রা শুরু করার ১০ সেকেন্ড পরে ঘটনাটি ঘটেছিল। এই ঘটনায় থাইল্যান্ডের এক সামরিক কর্মকর্তা হাতে আঘাত পেয়েছেন।

আইএনবি/বিভূঁইয়া