জেলা প্রতিনিধি: বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী খাঞ্জাসী ইউনিয়নের বন্দুয়ায় আজিজ ফাউন্ডেশন ৭ম ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন পালের চক ফুটবল একাদশ । বন্দুয়া চৌরাস্তা পয়েন্ট সংলগ্ন মাঠে শুক্রবার বিকালে ফাইনালে পালের চক ফুটবল একাদশ ৩-১ গোলে করপাড়া ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল ম্যাচে দুই দলের পক্ষে খেলছেন ঢাকা সিলেটের ও বিদেশী তারকা ফুটবলাররা। ম্যাচ শেষে বিজয়ী পালের চক ফুটবল একাদশের ম্যানেজার রাব্বি আহমেদ রবিনের হাতে চ্যাম্পিয়ন পুরস্কার একটি মটর সাইকেল তুলে দেন প্রধান অতিথি বিশ্বনাথ ওসমানীনগরে এমপি মোকাব্বির খান ও আজিজ ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের চেয়ারম্যান আজিজুর রহমান।