সাতক্ষীরা প্রতিনিধি :সাতক্ষীরার তালায় শনিবার সকালে উপজেলার বালিয়া বেইলি ব্রীজের পাশে ইট বোঝাই ট্রলির ধাক্কায় গনেশ দাস (৪৮) নামের এক কৃষক নিহত হয়েছে। এ সময় একটি গরুও মারা যায়। নিহত গনেশ দাস তালা উপজেলার তেঘরিয়া গ্রামের কৃষ্ণ দাসের ছেলে।
স্থানীয়রা জানায়, গনেশ দাস বাড়ী থেকে গরু নিয়ে জমিতে কাজ করতে যাওয়ার সময় তালা উপজেলার বালিয়া বেইলি ব্রীজের পাশে পৌছালে পেছন দিকে থেকে একটি ইট বোঝাই ট্রলি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তার সাথে থাকা গরুটিও ঘটনাস্থলে মারা যায় এবং তিনি গুরুতর আহত হন। স্থানয়ীরা তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, ইট বোঝাই ট্রলিটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
আইএনবি/বিভূঁইয়া