নোয়াখালী প্রতিনিধিঃ শুক্রবার রাত ১টায় আদনান চৌধুরী দুর্জয় (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয় । সে বেগমগঞ্জ কৃষ্ণপুর গ্রামের একরামুল হকের ছেলে। তার মাদক মামলায় এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাস জেল হয়েছিলো।
কারা সূত্র জানায়, শুক্রবার গভীর রাতে হাজতি আদনান বুকে ব্যাথা অনুভব করলে তাকে সাড়ে ৯ টায় কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সেখানে তার অবস্থা অবনতি হলে তাকে রাত ১টার সময় নোয়াখালী সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসা দেয়া অবস্থায় সে মারা যায়।
নোয়াখালী কারাগারের জেল সুপার মনির হোসেন জানান, প্রাথমিকভাবে হার্ট অ্যাটাক করে সে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে ।
আইএনবি/বিভূঁইয়া