আফগানিস্তানে সহিংসতা কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের সমঝোতা

আন্তর্জাতিক ডেস্ক: শুক্রবার একজন জ্যেষ্ঠ্য কর্মকর্তা জানান আফগানিস্তানে সহিংসতা কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের সমঝোতা। তিনি বলেন, জঙ্গিরা এ সমঝোতার প্রতি শ্রদ্ধা জানাবে বলে তিনি আশা করেন। ইয়ন

কাতারের রাজধানী দোহায় এ সমঝোতা হয়। মিউনিখ নিরাপত্তা সম্মেলনের বাইরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসার এবং আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির মধ্যে বৈঠক শেষে বিষয়টি প্রকাশ করা হয়।

সমঝোতা বজায় থাকলে এ মাসের শেষে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারে চুক্তি হতে পারে। আগামি নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনের আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সীমাহীন যুদ্ধ বন্ধ করতে চান।

মিউনিখে এক জ্যেষ্ঠ প্রশাসনিক মার্কিন কর্মকর্তা বলেন, গত সেপ্টেম্বরে এ ধরণের সমঝোতা তারা করতে পারেননি। এবার তারা সেটা করতে সক্ষম হয়েছেন। তালেবান অবশ্যই এ সমঝোতা মেনে চলবে। তারা প্রতিশ্রæতি রক্ষা করবে বলে তিনি আশা করেন। এটা সেনা প্রত্যাহারের চুক্তিতে পেীঁছতে সহায়তা করবে।

সাতদিনের সমঝোতা এখনও কার্যকর হয়নি। শিগগিরই এটা কার্যকর হবে। ঘানি সরকার কিংবা তালেবান এ বিষয়ে মন্তব্য করেনি। প্রায় দুই দশক আগে যুক্তরাষ্ট্রের ব্যবসা কেন্দ্র টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলা হয়। সেটি ৯/১১ হামলা নামে পরিচিত। হামলার জন্য তালেবানকে দায়ী করে যুক্তরাষ্ট্র। দেশটিতে ১৩ হাজার মার্কিন সেনা রয়েছে। এ বছর ৮ হাজার ৬০০ সেনা প্রত্যাহার করা হতে পারে।

আইএনবি/বিভূঁইয়া