ফুটবলের ‘রাজা’ পেলের সময় কাটছে একাকী

ক্রীড়া ডেস্ক: ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে অন্য কারোর সহায়তা ছাড়া চলাফেলা করতে পারেন না । ঘর থেকে বের হন না বললেই চলে। শরীর ঠিক আগের মতো সায় দেয় না। এ কারণেই বলতে গেলে একাকী বিষন্নতায় কাটছে তার দিন।

ফুটবল প্রেমীদের এমন কষ্টের খবরটা দিয়েছেন পেলের ছেলে এডিনহো। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তার (পেলে) চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। একারণেই বিষন্নতা পেয়ে বসেছে তাকে।’

কয়েক বছর ধরে অসুস্থ ৭৯ বছরের বাবাকে নিয়ে এডিনহো বলেন, “একটু ভাবুন। তিনি হলেন ফুটবলের ‘রাজা’। আকর্ষণীয় ফিগার সবসময় ছিল তার সঙ্গী। কিন্তু এখন তিনি স্বাভাবিকভাবে হাঁটতেই পারেন না। এটা নিয়ে তিনি খুবই লজ্জায় পড়ে যান। অস্বস্তিতে ভোগেন।”

আইএনবি/বিভূঁইয়া