ধামরাইয়ে পরিবহন চাপায় ভ্যানচালক নিহত

সাভার প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে গাঙ্গুটিয়া ইউনিয়নের কালামপুর-সাটুরিয়া সড়কের বড়হিস্যা জালসা এলাকায় অজ্ঞাত পরিবহনের চাপায় মতিউর রহমান (৫৪) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন।

নিহত মতিউর রহমান ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের আমছিমুড় গ্রামের মৃত নায়েব আলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, কালামপুর-সাটুরিয়া সড়কের জালসা বাজার এলাকা দিয়ে ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলো মতিউর। এ সময় সাটুরিয়াগামী একটি অজ্ঞাত পরিবহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় ভ্যানচালক মতিউর রহমানকে কাওয়ালী পাড়া বাজারের সীমান্ত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাওয়ালী পাড়া বাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. পান্নু মিয়া জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় মরদেহ নিহতের পরিবারের সদস্যদের হস্তান্তর করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া