নানার ধর্ষণে নাতনী অন্তঃসত্তা !

শেরপুর প্রতিনিধি : শেরপুরের শ্রীবর্দী উপজেলার কাকিলাকুড়া বালিকা দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী এবং পূর্ব মলামারী গ্রামের বাসিন্দা ৬০ বছরের বদর আলী নামে এক বৃদ্ধ নানার ধর্ষণে অন্তঃসত্তা হয়ে পড়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ধর্ষক সম্পর্কে প্রতিবেশি নানা হন।

মঙ্গলবার বিকালে এ-বিষয়ে নাতনির মা বাদী হয়ে বদর আলীকে (৬০) প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শ্রীবরদী থানা একটি মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে আসামী বদর আলীকে গ্রেফতার করে বুধবার (২২ জানুয়ারী) শেরপুর আদালতে সোপর্দ করেছে।

এ ব্যাপারে শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার সাংবাদিকদের বলেন, অভিযুক্ত বদর আলীকে গ্রেফতার করে বুধবার দুপুরে শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। ভিকটিম অন্ত:সত্তা কিনা তা নির্ণয়ের জন্য তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া