খুলনা প্রতিনিধি: সাবেক মন্ত্রী ও খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দের ছোট ছেলে অভিজিৎ চন্দ্র চন্দ (২৫) গুরুতর অসুস্থ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসকরা দাবি করছেন অত্মহত্যার উদ্দেশ্য তিনি হারপিক খেয়েছেন। তার অবস্থা গুরুতর রয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১ টায় গুরুতর অসুস্থ অবস্থায় তাকে খুলনা মেডিকেলে আনা হয়। অভিজিৎ খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
খুমেকের মেডিসিন ওয়ার্ডের সহকারি রেজিস্টার খালেদ মাহমুদ বলেন, অভিজিৎ চন্দ্র হারপিক খেয়ে গুরুত্ব অসুস্থ হয়ে পড়ছেন। বর্তমানে তাকে আইসিইউতে রেখে চিকিৎসা করা হচ্ছে। তার রক্তের চাপ একবারে নিম্ন পর্যায়ে মেনে গেছে।
এদিকে তার অবস্থা গুরুত্বর হওয়ায় পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যম্বুলেন্সে ঢাকায় নেওয়ার ব্যাবস্থা করা হচ্ছে বলে জানা গেছে।
এর আগে সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দের মেয়ে জয়ন্তী রানী চন্দের অস্বাভাবিক মৃত্যু হয়। তার মৃত্যুর কারণ জানা যায়নি। শোনা গেছে তিনিও বিষক্রীয়ায় মারা গিয়েছিলেন। এরপর সাবেক এ মন্ত্রীর জামাতা বাংলাদেশ ব্যাংকের ডিজিএম প্রভাষ কুমার দত্ত দুর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ হয়ে অল্পের জন্য প্রানে রক্ষা পেয়েছেন।
আইএনবি/বিভূঁইয়া