ত্রিশালে বাস-ট্রাক সংঘর্ষে হেলপার নিহত

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশাল বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাজির শিমলা বাজারে বাস ও ট্রাকের সংঘর্ষে বাবু (৩০) নামে বাসের হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরো ১০ জন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানা যায়, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাজির শিমলা বাজারে রাস্তার উপর একটি ট্রাক দাঁড় করিয়ে বালু ভরছিল। ঘন কুয়াশায় ট্রাকটিকে দেখতে না পেয়ে পেছন থেকে ঢাকাগামী শেরপুর চেম্বার অব কমার্সের একটি চলন্ত বাস ওই ট্রাকটিকে ধাক্কা দেয়। এসময় পেছন থেকে আরও কয়েকটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রথম বাসের হেলপার বাবুর মৃত্যু হয়। এসময় প্রায় এক ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল।

ঘটনাস্থল পরিদর্শন করেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী। পরিদর্শন শেষে তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এসে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত গাড়ীগুলোকে সরিয়ে যান চলাচল পুনরায় স্বাভাবিক করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া