গুইমারায় আগুন পুড়লো ১৫ ব্যবসা প্রতিষ্ঠান

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়ায় শুক্রবার (১০ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। খবর পেয়ে রামগড় ও মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিদ্যুৎ কুমার বড়ুয়া বলেন, গুইমারার জালিয়াপাড়া পুলিশ বক্স থেকে ২০ গজ সামনে এ ঘটনা ঘটে। শুরুতে পুলিশসহ স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও পুড়ে যাওয়া দোকানগুলো টিনের বেড়ার হওয়ায় দ্রত আগুন ছড়িয়ে পড়ে।

আইএনবি/বিভূঁইয়া